Belur Math: আধুনিক ব্যবস্থায় ঠাসা, বেলুড়ে মা সারদার প্রসাদের ভবন

| Edited By: Moumita Das

Feb 21, 2023 | 1:34 PM

যত মানুষ প্রসাদ পাবেন তত সাধুদের আনন্দ। সেকারণেই আরও বড় করে এই আয়োজন। রান্নাঘরে পরপর বিশাল পাত্র। রান্নার জন্য। পাইপ লাইন দিয়ে কেজি কেজি চাল ডাল আসে পাত্রে

হাওড়া: মা সারদার নামে প্রসাদ পাওয়ার ভবনটি, এখনও পুরো তৈরি হয় নি। এর মধ্যেই অবশ্য শুরু হয়ে গিয়েছে নর নারায়ণ সেবা। কারণ শ্রী মা সারদা যেমন কাউকে নিরন্ন ফিরিয়ে দিতেন না। তেমনই মঠেও। যত মানুষ প্রসাদ পাবেন তত সাধুদের আনন্দ। সেকারণেই আরও বড় করে এই আয়োজন। রান্নাঘরে পরপর বিশাল পাত্র। রান্নার জন্য। পাইপ লাইন দিয়ে কেজি কেজি চাল ডাল আসে পাত্রে। বিশেষ পদ্ধতিতে রান্না হয়। বেকারিও আছে বেলুড়মঠের। বেকারিতে তৈরি হচ্ছে পাউরুটি। এখানে প্রতিদিন পাত পড়ে হাজার হাজার দর্শনার্থীর। উৎসবের দিন ভিড় বাড়ে। এবার করোনার পর প্রথম স্বতঃস্ফূর্ত তিথি পুজো উৎসব।

Published on: Feb 21, 2023 01:34 PM