Covid Magician: ম্যাজিকে কোভিড ‘ভ্যানিশ’!
দক্ষিণ কলকাতার বাজার-হাট থেকে চায়ের ঠেক ম্যাজিক দেখিয়ে সচেতন করছেন নাগরিকদের।
রাস্তায়-রাস্তায় ম্যাজিক দেখাচ্ছেন ম্যাজিশিয়ান। আরে! যাদুকর তো যাদুই দেখাবেন…এ আর নতুন কী! না আছে সে ম্যাজিকে করোনা মোকাবিলার পন্থা বাতলে দিচ্ছেন যাদুকর গৌতম মুখোপাধ্যায়। সোশ্যাল ডিসট্যান্সিং থেকে স্যানিটাইজার, কেন মাস্ক এখনও পরতে হবে? সব বলছেন বুঝিয়ে। দক্ষিণ কলকাতার বাজার-হাট থেকে চায়ের ঠেক ম্যাজিক দেখিয়ে সচেতন করছেন নাগরিকদের। করোনা ম্যাজিক দেখতে দাঁড়িয়ে পড়লেন Tv9 বাংলার প্রতিনিধি শুভঙ্কর চক্রবর্তী আর ক্যামেরায় তা ধরলেন নন্দন পাল।