Malda Child Drowned: হঠাৎ ভাঙন নদীতে, চোখের সামনে তলিয়ে গেল ১০ মাসের শিশু!

Aug 30, 2022 | 11:22 PM

Malda News: নদী ভাঙন দেখতে গিয়েছিল প্রায় গোটা পরিবারই। হঠাৎই সরে গেল পায়ের তলার মাটি!

মালদা: বর্ষায় সারা রাজ্য জুড়েই বর্ষণে ঘাটতি।যদিও বিরাম নেই ভাঙনে। মালদায় ফের জাঁকিয়ে বসেছে ভাঙন আতঙ্ক। রতুয়ায় ভয়াবহ চেহারা নিয়েছে কোশি নদী। সেই ভাঙন দেখতে গিয়ে আর ফিরল না ১০ মাসের শিশু!

নদী ভাঙন দেখতে গিয়েছিল প্রায় গোটা পরিবারই। হঠাৎই সরে গেল পায়ের তলার মাটি! একই পরিবারের বাকি ৩ জনকে বাঁচানো সম্ভব হলেও গ্রামবাসীরা উদ্ধার করতে পারেননি ১০ মাসের শিশুকে। গোটা এলাকায় শোকের আবহ।

ভাঙনে জেরবার মালদা। এলাকা ঘুরে রাজ্যের সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, “পরিস্থিতি ভাল নেই। তবে বর্ষাকালের জন্য বাঁধের কাজ থমকে গিয়েছে। তবে আপাতত নদীর ভাঙন আটকানোর চেষ্টায় রয়েছি আমরা।” ভাঙন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ালেও কেন্দ্রের তরফে মিলছে না অনুদান, অভিযোগ খোদ সেচমন্ত্রীর।