Malda: দলেরই লোকের হাতে খুন তৃণমূল কর্মী! কালিয়াচকে সালিশি সভায় যা হল…

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 27, 2025 | 9:42 PM

Malda TMC: আজহার আলির বাড়ি কালিয়াচক থানার ফতেখানিতে। গতকাল রাতে একটি মেলায় পাপড় বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর পথ আটকে গুলি চালায়। মাথায় গুলি লাগে বছর পঞ্চান্নর ওই পাপড় বিক্রেতার। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি আজহার আলিকে।

মালদহ:  কয়েক ঘণ্টার ব্যবধানে মালদহে ফের চলল গুলি। মঙ্গলবার সকালে এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। আর রাতে এক পাপড় বিক্রেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল। মৃত পাপড় বিক্রেতার নাম আজহার আলি। মালদহের কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় তাঁকে গুলি করে খুন করা হয়। আজহার আলির বাড়ি কালিয়াচক থানার ফতেখানিতে। গতকাল রাতে একটি মেলায় পাপড় বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর পথ আটকে গুলি চালায়। মাথায় গুলি লাগে বছর পঞ্চান্নর ওই পাপড় বিক্রেতার। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি আজহার আলিকে।

Published on: Nov 27, 2025 09:42 PM