সরকার ফেলার ষড়যন্ত্র! কেন এমন দাবি করলেন মমতা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 03, 2025 | 3:48 PM

Mamata Banerjee at Malda: সুপ্রিম কোর্টে চাকরি বহাল থাকায় খুশি মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, "আমি খুশি আমার ভাই বোনদের চাকরি সুরক্ষিত করতে পেরেছি।" তবে এসআইআর নিয়ে এদিন ফের একবার সরব হন মমতা। তাঁর দাবি, পুরো পরিকল্পনার পিছনে রয়েছেন অমিত শাহ।

‘চালাকির দ্বারা কোও মহৎ কাজ হয় না।’ মালদহ থেকে এই ভাষাতেই কেন্দ্রকে বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সবটাই করব। আমরা লড়ে নেব। অধিকার আদায় করে নেব। বাংলাকে দমানো যায় না।”

উন্নয়ন আটকাতে এসআইআর করা হচ্ছে, এমনটাই দাবি করেছেন তিনি। তিনি বলেন, “এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু ফেব্রুয়ারিতেই নির্বাচন ঘোষণা হবে। তাই এটা করা হয়েছে।” এসআইআর না মানলে সরকার ফেলে দেওয়া হবে, এমন চক্রান্ত করা হয়েছে বলেই দাবি মমতার। সরাসরি মুখ্যমন্ত্রী বলেন, “কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না।”