মমতা সম্পর্কে যা বলল জাপানের বিশ্ববিদ্যালয়

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 13, 2025 | 12:01 AM

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন বাংলার সঙ্গে জাপানের দীর্ঘদিনের সম্পর্ক। মমতা উল্লেখ করেন, একসময় রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র জাপানে গিয়েছিলেন। রবীন্দ্রনাথে সঙ্গে জাপানি সংস্কৃতির সম্পর্কের কথাও বলেছেন তিনি। জাপানের একাধিক সংস্থা মিৎসুবিসি, হিতাচি ভারতে কাজ করছে।

“মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে উৎসর্গ করেছেন রাজ‍্যের গরীব মহিলা এবং শিশুদের জন‍্য।” কলকাতায় এসে এ কথাই বললেন জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। বুধবার ধনধান্য স্টেডিয়ামে ওই সম্মান প্রদানের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওকায়ামা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নাসু ইয়াসুতোমো এদিন উপস্থিত ছিলেন সেখানে। তিনি মমতার প্রশংসা করে জানান, এই প্রথমবার এশিয়ার কোনও মহিলাকে এই সম্মান দেওয়া হল। মমতা জানান, আমন্ত্রণ পেয়ে তিনি বলেছিলেন, “এই বছর যেতে পারব না বলে জানিয়েছিলাম। এরপর জানানো হয়, আসতে না পারলে আমরা যাব।” জাপানকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

Published on: Nov 13, 2025 12:00 AM