‘আর সহ্য হচ্ছে না’, হুঙ্কার মমতার

Dec 29, 2025 | 8:23 PM

মমতা বলেন, "এক মাসে ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। এটা আর সহ্য হচ্ছে না।" এসআইআর ইস্যুতে হুঙ্কার দিয়ে মমতা বলেন, "বাংলায় থেকে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হবে? নাগরিকত্বের সঙ্গে ভোটাধিকারের কী সম্পর্ক?" মমতা তোপ দেগে বলেন, বাংলায় কথা বললেই বলছে, বাংলাদেশি। বলছে, হোটেলে জায়গা হবে না। স্বাধীনতা সংগ্রামে যদি ৬০০ জন ফাঁসির মঞ্চে উঠে থাকে, তাহলে ৫০০ জন বাংলার। 

নিউ টাউনে দুর্গাঅঙ্গনের শিলান্যাসে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মা দুর্গাকে বলব, মনুষ্যত্ব বাঁচিয়ে দাও। অশুভ শক্তির বিনাশ কর। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এক মাসে ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। এটা আর সহ্য হচ্ছে না।” এসআইআর ইস্যুতে হুঙ্কার দিয়ে মমতা বলেন, “বাংলায় থেকে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হবে? নাগরিকত্বের সঙ্গে ভোটাধিকারের কী সম্পর্ক?”

মমতা তোপ দেগে বলেন, বাংলায় কথা বললেই বলছে, বাংলাদেশি। বলছে, হোটেলে জায়গা হবে না। স্বাধীনতা সংগ্রামে যদি ৬০০ জন ফাঁসির মঞ্চে উঠে থাকে, তাহলে ৫০০ জন বাংলার।