BJP কর্মীদের উপর হামলায় উস্কানি দিচ্ছেন মমতা: সম্বিত পাত্র

| Edited By: জয়দীপ দাস

Nov 27, 2025 | 8:11 PM

BJP in Bengal: সম্বিত পাত্র বলছেব, “সাধারণ মানুষ কী কথা বলছেন সেটা অন্য বিষয়। কিন্তু যখন এক মুখ্যমন্ত্রী বলেন বিজেপিকে ছেড়ে কথা বলা হবে না, আগুন লেগে যাবে, দেশ ভেঙে যাবে, দেশের ঘুম উড়িয়ে দেব সেটা পুরো অন্য ব্য়াপার। এসব বলে আমাদের কার্যকর্তাদের বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে।”

মুখ্যমন্ত্রীর হিলিয়ে দেব মন্তব্যকে হাতিয়ার করে আসরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের উপর হামলায় উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের। তিনি বলেন, “সাধারণ মানুষ কী কথা বলছেন সেটা অন্য বিষয়। কিন্তু যখন এক মুখ্যমন্ত্রী বলেন বিজেপিকে ছেড়ে কথা বলা হবে না, আগুন লেগে যাবে, দেশ ভেঙে যাবে, দেশের ঘুম উড়িয়ে দেব সেটা পুরো অন্য ব্য়াপার। এসব বলে আমাদের কার্যকর্তাদের বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে।”