Loading video

Marvelous March: মার্চ মানেই কি প্রত্যাবর্তন! কী বলছে ভারতের বাজার?

Mar 25, 2025 | 11:47 AM

Investment : এ বছর মার্চে ভারতের বাজারের ঘুরে দাঁড়ানোর পিছনে বেশ কিছু কারণও রয়েছে। বাজার পড়ে যাওয়ায় তৈরি হওয়া বুদবুদও ফেটে যায়। আর সেই সুযোগ নিয়ে ফের ভারতে ঢুকতে থাকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

করোনার বছর বাদ দিলে মার্চে ভারতের বাজার ভালই পারফর্ম করে। গড় ২.৩ শতাংশ বাড়ে নিফটি ৫০, নিফটি মিডক্যাপ ১০০ বাড়ে ২.৯ শতাংশ ও নিফটি স্মলক্যাপ ১০০ বাড়ে ২.৬ শতাংশ করে। আর ২০২৪-এর সেপ্টেম্বর থেকে পড়া শুরু করলেও নিফটি মার্চেই ঘুরে দাঁড়িয়েছে এবং ২৩০০০-এর গণ্ডি পার করে গিয়েছে।

বাজারে মূলধন আগে আসতে বিদেশি বিনিয়োগকারীদের থেকে। কিন্তু সেপ্টেম্বরের পর এই জায়গায় একটা পরিবর্তন দেখা দিয়েছে। কারণ বিদেশি বিনিয়োগকারীরা যখন ভারতের বাজার থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিল তখন বাজারকে বাঁচিয়ে দেয় দেশের মধ্যে থাকা বিনিয়োগকারীরা। যদিও জিওজিৎ ফাইন্যান্সিয়ালের রিসার্চ হেড বিনোদ নায়ার বাজারের বর্তমান উর্ধ্বগতির কারণ হিসাবে দায়ী করছেন ডলার সূচকের পতনকে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।