প্রধানমন্ত্রীর কাছে একটাই জিনিস চাইছে মতুয়ারা, দাবি পূরণ করবেন মোদী?

|

Dec 20, 2025 | 1:48 PM

Matua Citizenship: হেলিকপ্টারে নদিয়ার তাহেরপুরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর, তবে ঘন কুয়াশার কারণে যেতে পারলেন না। ভার্চুয়ালিই তাহেরপুরে নেতাজি পার্কের মাঠে সরকারি কর্মসূচিতে অংশ নেন। একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। ওই মাঠেই আর একটি মঞ্চ করা হয়েছে।

মতুয়াগড়ে প্রধানমন্ত্রী মোদীর সভা। এসআইআর আবহে শনিবার বাংলায় প্রথম রাজনৈতিক সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  হেলিকপ্টারে নদিয়ার তাহেরপুরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর, তবে ঘন কুয়াশার কারণে যেতে পারলেন না। ভার্চুয়ালিই তাহেরপুরে নেতাজি পার্কের মাঠে সরকারি কর্মসূচিতে অংশ নেন। একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। ওই মাঠেই আর একটি মঞ্চ করা হয়েছে। সরকারি কর্মসূচির পর ওই মঞ্চে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী মোদী। এসআইআর আবহে মতুয়াদের একটা বড় অংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাদের কাছে নাগরিকত্ব বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই এলাকায় নমঃশূদ্র মতুয়াদের সংখ্যা বেশি। মতুয়ারা চাইছেন, তাদের নাগরিকত্ব নিশ্চিত করা হোক। প্রধানমন্ত্রীর কাছে দাবি এটাই।