পদ হারিয়ে অভিমানী অনন্তদেব, কী বললেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 19, 2025 | 7:09 PM

সদ্য পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সরিয়েছে তৃণমূল। এই নিয়ে অভিমানী ময়নাগুড়ি পৌরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান অনন্তদেব অধিকারী। তিনি বলছেন, দল তাঁর গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আবার পদ হারানোর পর ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান নির্বাচনের বৈঠকে গরহাজির থেকেছেন তিনি। সম্প্রতি অনন্তদেবকে ফোন করে পদত্যাগ করতে নির্দেশ দেন তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ। কেন ফোন করে নির্দেশ দেওয়া হয়েছে, তা নিয়ে তাঁর ক্ষোভ হয়। চেয়ারম্যানের পদের পাশাপাশি তিনি ময়নাগুড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকেও পদত্যাগ করেন। অনন্তদেবের দাবি, তাঁর পদত্যাগের বিষয় নিয়ে ইতিমধ্যে জলপাইগুড়ি সদর মহকুমাশাসকের সঙ্গে দেখা করেছিলেন। এরপর কাউন্সিলর পদ থেকে ইস্তফাপত্র ময়নাগুড়ি পৌরসভায় জমা দেন। আর এই নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছে কংগ্রেস। তাদের বক্তব্য, তাঁকে তৃণমূল রাজ্যসভা ভোটের সময় কিনেছিল। এখন প্রয়োজন শেষ, তাই সরিয়ে দিল। অপরদিকে ঘোলা জল দেখে অনন্তকে তৃণমূল ত্যাগ করে ঘুরিয়ে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানাচ্ছে গেরুয়া শিবির।

সদ্য পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সরিয়েছে তৃণমূল। এই নিয়ে অভিমানী ময়নাগুড়ি পৌরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান অনন্তদেব অধিকারী। তিনি বলছেন, দল তাঁর গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আবার পদ হারানোর পর ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান নির্বাচনের বৈঠকে গরহাজির থেকেছেন তিনি।

সম্প্রতি অনন্তদেবকে ফোন করে পদত্যাগ করতে নির্দেশ দেন তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ। কেন ফোন করে নির্দেশ দেওয়া হয়েছে, তা নিয়ে তাঁর ক্ষোভ হয়। চেয়ারম্যানের পদের পাশাপাশি তিনি ময়নাগুড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকেও পদত্যাগ করেন। অনন্তদেবের দাবি, তাঁর পদত্যাগের বিষয় নিয়ে ইতিমধ্যে জলপাইগুড়ি সদর মহকুমাশাসকের সঙ্গে দেখা করেছিলেন। এরপর কাউন্সিলর পদ থেকে ইস্তফাপত্র ময়নাগুড়ি পৌরসভায় জমা দেন।

আর এই নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছে কংগ্রেস। তাদের বক্তব্য, তাঁকে তৃণমূল রাজ্যসভা ভোটের সময় কিনেছিল। এখন প্রয়োজন শেষ, তাই সরিয়ে দিল। অপরদিকে ঘোলা জল দেখে অনন্তকে তৃণমূল ত্যাগ করে ঘুরিয়ে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানাচ্ছে গেরুয়া শিবির।

Published on: Nov 19, 2025 07:09 PM