Messi Birthday: LM10-এর জন্মদিনের চমক কলকাতায়

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 24, 2023 | 10:16 PM

মেসি ভক্ত বললে কম বলা হবে। মেসি পাগল বললে তাও বোঝানো যেতে পারে। মেসির এত জার্সি এত বুট এত কিছু কলকাতায় আর কারও কাছে আছে কিনা সন্দেহ। সারা বিশ্ব লিওনেল মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। সেখানে কলকাতাও কোনও অংশে পিছিয়ে নেই। কলকাতায় আইসিসিআর- এ মেসির ছবির প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

মেসি ভক্ত বললে কম বলা হবে। মেসি পাগল বললে তাও বোঝানো যেতে পারে। মেসির এত জার্সি এত বুট এত কিছু কলকাতায় আর কারও কাছে আছে কিনা সন্দেহ।সারা বিশ্ব লিওনেল মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। সেখানে কলকাতাও কোনও অংশে পিছিয়ে নেই। কলকাতায় আইসিসিআর- এ মেসির ছবির প্রদর্শনী আয়োজন করা হয়েছে। সেখানে পালন করা হয়েছে মেসির জন্মদিন। কেউ পরেছেন মেসির জার্সি, কেউ আবার তুলছেন সেলফি। আইসিসিআর- এ মেসির জন্মদিন উপলক্ষে রাখা হয়েছে একাধিক জার্সি। বেশ কিছু জার্সি কেনা হয়েছে স্পেন এবং প্যারিস থেকে। কোনও জার্সিতে রয়েছে মেসির স্বাক্ষরও। ৩৬তম জন্মদিন মেসির কাছে অনেকটাই আলাদা অন্য বারের জন্মদিনের থেকে। কারণ একটাই। বিশ্বকাপ জয়ের পর এবারে মেসির প্রথম জন্মদিন। মেসির একাধিক জুতো সাজানো ছিল আইসিসিআর- এ। কোথাও আবার রাখা হয়েছে মেসির মূর্তি। সেই মূর্তির পাশে রাখা ছিল বিশ্বকাপের ছোট রেপ্লিকা । মেসির খেলার বিভিন্ন মুহূর্তগুলি ফ্রেমবন্দী করে রাখা হয়েছে এখানে। এককথায় মেসির মিউজিয়াম বললেও কম বলা হবে।

Published on: Jun 24, 2023 09:38 PM