FIFA World Cup2022: বিশ্বকাপ জিতলেই মডেলের সঙ্গে সঙ্গম!
ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই 'বাজার গরম' করলেন অনলিফ্যান মডেল।
ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের উষ্ণতা এখন ৩০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। মেক্সিকো বিশ্বকাপ জিতলেই উষ্ণতা চরমে পৌঁছবে! মানে? আসলে মেক্সিকান মডেল ওয়ান্ডা এসপিনোসা সম্প্রতি এক বিস্ফোরক প্রস্তাব দিয়েছেন মেক্সিকান গোলকিপার গুলেরমো ওচোয়াকে। মেক্সিকো বিশ্বকাপ জিতলে দলের গোলকিপারের সঙ্গে সঙ্গমে মাতবেন তিনি!
তাই বলাই যায়, ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ‘বাজার গরম’ করলেন অনলিফ্যান মডেল। একটি প্রাপ্তবয়স্কদের শো ‘অনলি ফ্যানস’-এ কাজ করেন ওই মডেল। নাম ওয়ান্ডা এসপিনোসা। আর্জেন্টিনার এক সংবাদ মাধ্যমে কথা বলার সময় নিজের দেশের গোলকিপারকে বিস্ফোরক প্রস্তাব দিয়েছেন তিনি। যা শুনে অবাক ওয়ান্ডা ভক্তরা। ওচোয়ার অনুরাগীরাও হতভম্ব। ওয়ান্ডা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মেক্সিকো যদি বিশ্বকাপ জেতে তাহলে ওচোয়ার সঙ্গে সঙ্গম করবেন তিনি। তবে ওচোয়ার সঙ্গে যৌনতায় মেতে ওঠার জন্য মেক্সিকোর জয় চাইছেন না ওয়ান্ডা। সবশেষে জানিয়েছেন, মেক্সিকো বিশ্বকাপজয়ী হলেই তিনি খুশি হবেন।