আমি জাত গোখরো, যা বলি তাই করি, ব্রিগেড থেকে হুঙ্কার মহাগুরুর
আমি স্বপ্ন দেখেছিলাম, গরীবদের জন্য কাজ করব। আমার মনে হচ্ছে সেই স্বপ্নটা আমি দেখতে পাচ্ছি। এটা হবেই। আমি বাঙালি। দাদার প্রতি ভরসা রাখবেন। দাদা কখনওই পালিয়ে যায়নি।”
ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েই হুঙ্কার মিঠুন চক্রবর্তীর, “আমি জলঢোড়াও নই, বেলেবোরাও নই। জাত গোখরো। এক ছোবলে ছবি।” রবিবার বিজেপিতে যোগ দেন বাঙালির মহাগুরু। বক্তব্য রাখতে উঠে মঞ্চে একটাও রাজনীতির কথা বলেননি তিনি। তবে তাঁর প্রতিটা শব্দের আড়ালে প্রচ্ছন্ন ছিল, ‘হুঁশিয়ারি’, ছাড়বেন না সূচাগ্র মেদিনীও। বক্তব্য রাখতে উঠেই তিনি বলেন, “আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। একজন, যে কানাগলিতে জন্মেছে। সে সেখান থেকে এখানে এসেছে। মোদীর সঙ্গে এক মঞ্চে। আমি স্বপ্ন দেখেছিলাম, গরীবদের জন্য কাজ করব। আমার মনে হচ্ছে সেই স্বপ্নটা আমি দেখতে পাচ্ছি। এটা হবেই। আমি বাঙালি। দাদার প্রতি ভরসা রাখবেন। দাদা কখনওই পালিয়ে যায়নি।”
Published on: Mar 07, 2021 02:52 PM