Domkol Hospital Issue: সুপার স্পেশালিটি হাসপাতালে ‘মশার চাষ’!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 18, 2023 | 7:18 PM

একদিকে মশার উৎপাত, আরেকদিকে নোংরা জলের অস্বাভাবিক দুর্গন্ধ'কে সঙ্গী করেই থাকতে হচ্ছে অসংখ্য রোগীর আত্মীয়দের। ডোমকল সুপার স্পেশালিষ্ট হাসপাতালের এই ঘটনায় ক্ষুদ্ধ রোগীর আত্মীয়রা। জানা যায়, বর্তমানে সুপার স্পেশালিষ্ট হাসপাতালের পিছনে বহুদিন থেকে জল জমে রয়েছে। ওই জলে হাসপাতালের নোংরা, আবর্জনা পড়ে রয়েছে। ফলে নোংরা জলে জন্ম নিচ্ছে মশার লার্ভা

জমা জলে ‘মশার চাষ’ ডোমকল সুপার স্পেশালিষ্ট হাসপাতালে। জমা জলে আবর্জনার স্তুপে দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে রোগীর আত্মীয়দের। একদিকে মশার উৎপাত, আরেকদিকে নোংরা জলের অস্বাভাবিক দুর্গন্ধ’কে সঙ্গী করেই থাকতে হচ্ছে অসংখ্য রোগীর আত্মীয়দের। ডোমকল সুপার স্পেশালিষ্ট হাসপাতালের এই ঘটনায় ক্ষুদ্ধ রোগীর আত্মীয়রা। জানা যায়, বর্তমানে সুপার স্পেশালিষ্ট হাসপাতালের পিছনে বহুদিন থেকে জল জমে রয়েছে। ওই জলে হাসপাতালের নোংরা, আবর্জনা পড়ে রয়েছে। ফলে নোংরা জলে জন্ম নিচ্ছে মশার লার্ভা। গোটা জমা জলে পিলপিল করছে মশার লার্ভা। এমনকি নোংরা জল থেকে ছড়াচ্ছে অস্বাভাবিক দুর্গন্ধ। যে কোনও সময় সুস্থ মানুষ’কে অসুস্থ করে তুলতে পারে এই দুর্গন্ধ। এদিকে, রাজ্য সরকার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার প্রচার করতে কোটি কোটি টাকা খরচ করছে। সেখানে প্রশাসনের মদতে হাসপাতাল চত্বরে ‘মশার চাষ’ স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলছে। ডোমকলের সুপার স্পেশালিষ্ট হাসপাতালে জলঙ্গি, রানীনগর, ইসলামপুর এবং পাশের জেলা নদীয়া থেকে কয়েক শো রোগী নিত্যদিন চিকিৎসা নিতে আসে। সেখানে হাসপাতালের এই অস্বাস্থ্যকর পরিবেশ চিকিৎসার মান, পরিষ্কার পরিছন্নতা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে, বিগত দিনেও হাসপাতালের পরিষ্কার পরিছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফের নোংরা জমা জল, মশার আতুর ঘর, আবর্জনার ফলে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুদ্ধ হয়েছেন অনেকে। হাসপাতালের পরিষ্কার পরিছন্নতায় বিশেষ নজর দেওয়ার জন্য আলাদা কর্মী রয়েছে। কিন্তু কোথায় বিশেষ নজর? কোথায় পরিষ্কার পরিছন্নতা? এভাবেই কি হাসপাতালে তৈরী হবে ‘মশার চাষ’? প্রশ্ন থেকেই যায়।