Mukesh Ambani, New Business: আমেরিকান সংস্থার সঙ্গে চুক্তি, নতুন অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা তৈরির জন্য বিরাট বিনিয়োগ মুকেশ অম্বানীর

Feb 06, 2025 | 8:00 PM

Jio-BlackRock: ২০২৩ সালের জুলাই মাসে রিলায়েন্সের থেকে আলাদা হওয়ার পর জিও ও ব্ল্যাকরকের যৌথ উদ্যোগে ৫০:৫০ পার্টনারশিপে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা বা AMC তৈরির কথা ঘোষণা করেছিল।

২০২৩ সালের জুলাই মাসে রিলায়েন্সের থেকে আলাদা হওয়ার পর জিও ও ব্ল্যাকরকের যৌথ উদ্যোগে ৫০:৫০ পার্টনারশিপে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা বা AMC তৈরির কথা ঘোষণা করেছিল। এর পর ২০২৪ সালের এপ্রিলে ওয়েলথ ম্যানেজমেন্ট ও ব্রোকিং ব্যবসার জন্য ওই দুই সংস্থাই আরও একটি চুক্তি স্বাক্ষর করে।

এবার জিও জানিয়েছে তাঁদের পার্টনার সংস্থা ব্ল্যাকরকের সঙ্গে যৌথ উদ্যোগে তারা একটি মিউচুয়াল ফান্ড সংস্থার জন্য ১১৭ কোটি টাকা বিনিয়োগ করেছে। উল্লেখ্য বর্তমানে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নিফটি ১০০ বা বিএসই ১০০ সূচকের মধ্য রয়েছে।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।