Loading video

Mukesh Ambani-Jio: অম্বানি নামতেই আতঙ্কে Google-Apple, হারাতে পারে লক্ষ-কোটি টাকার বাজার!

Mar 28, 2025 | 5:54 PM

Jio Free: জিও-র এই পদক্ষেপ গুগলের জন্য একটা বিরাট সমস্যা তৈরি করতে পারে। কারণ, গুগল শুরুতে ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয়।

ক্লাউড স্টোরেজের ক্ষেত্রে অগ্রগণ্য ছিল অ্যাপেল ও গুগল। আর এবার ভারতের এই বিরাট বাজারকে মাথায় রেখে সেই বাজারে ঢুকতে চলেছে মুকেশ অম্বানির রিলায়েন্স জিও। জানা গিয়েছে, তারা শুরুতে ৫০ জিবি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ক্লাউড স্টোরেজ দেবে একেবারে বিনেপয়সায়। তারা অবশ্যই এই সুবিধা দেবে তাঁদের সিম ব্যবহার করে যাঁরা তাঁদেরকেই। যে সব প্রিপেড বা পোস্টপেড প্ল্যান ২৯৯ থেকে শুরু, সেই সব প্ল্যান রিচার্জ করলেই এই বিনে পয়সার ক্লাউড স্টোরেজের সুবিধা নেওয়া যাবে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Published on: Mar 28, 2025 05:53 PM