Nandigram Sebashray: শুরু হবে ‘সেবাশ্রয়’, নন্দীগ্রামে তুঙ্গে তর্জা! ভোটের জন্য কাজ?

Dec 29, 2025 | 7:15 PM

Sebashray Controversy: জানা গিয়েছে, দুটো ক্যাম্প হবে। ১৫ জানুয়ারি সেই ক্যাম্পের উদ্বোধনে তিনি নিজে যাবেন বলে অভিষেক এদিন জানিয়েছেন। আর তাঁর এই ঘোষণার পরই নতুন করে জল্পনা বেড়েছে। ছাব্বিশেও কি হাইভোল্টেজ লড়াই দেখা যাবে নন্দীগ্রামে? কী বলছেন নন্দীগ্রামের সাধারণ মানুষ? কেউ বলছেন 'সেবাশ্রয়' আশীর্বাদ, কারও দাবি ভোটের জন্য কাজ!

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির এবার হবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে। এমনকি, আগামী ১৫ জানুয়ারি ওই সেবাশ্রয় ক্যাম্পের সূচনায় নন্দীগ্রামে যাবেন অভিষেক। শনিবার তিনি নিজেই এই ঘোষণা করেন।

জানা গিয়েছে, দুটো ক্যাম্প হবে। ১৫ জানুয়ারি সেই ক্যাম্পের উদ্বোধনে তিনি নিজে যাবেন বলে অভিষেক এদিন জানিয়েছেন। আর তাঁর এই ঘোষণার পরই নতুন করে জল্পনা বেড়েছে। ছাব্বিশেও কি হাইভোল্টেজ লড়াই দেখা যাবে নন্দীগ্রামে? কী বলছেন নন্দীগ্রামের সাধারণ মানুষ? কেউ বলছেন ‘সেবাশ্রয়’ আশীর্বাদ, কারও দাবি ভোটের জন্য কাজ!

Published on: Dec 29, 2025 07:15 PM