Naseeruddin Shah on Virat Kohli: ‘বিরাটের ব্যবহার খুব খারাপ’

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 23, 2023 | 2:37 PM

ক্রিকেটার বিরাট কোহলির ব্যবহার খুব খারাপ। ২০১৭ য় এমন মন্তব্য করে বিরাট ভক্তদের তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। বিরাট কোহলির ভক্তরা নাসিরউদ্দিন শাহকে দেশ ছেড়ে চলে যেতেও বলেছিলেন। তবে সেসব কিছুকেই পাত্তা দেননি নাসির।

ক্রিকেটার বিরাট কোহলির ব্যবহার খুব খারাপ। ২০১৭ য় এমন মন্তব্য করে বিরাট ভক্তদের তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। বিরাট কোহলির ভক্তরা নাসিরউদ্দিন শাহকে দেশ ছেড়ে চলে যেতেও বলেছিলেন। তবে সেসব কিছুকেই পাত্তা দেননি নাসির। নাসির মন্তব্য করেন ব্যবহারের কারণে বিরাট কোহলির প্রতিভা চাপা পড়ে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় তাঁর করা এই পোস্টে অনেক নাসির ভক্ত তাকে সমর্থন করেন। তাঁরা বলেন বিরাট কোহলির ব্যবহারে সত্যিই সমস্যা রয়েছে। বিরাট কোহলির ভক্তদের নাসিরউদ্দিন বলেন দেশ ছেড়ে চলে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। অতীতে বিভিন্ন প্রসঙ্গে বারে বারে মন্তব্য করেছেন নাসিরউদ্দিন শাহ। তিনি সোজা কথা স্পষ্টভাবে বলতে ভালবাসেন। সম্প্রতি পুষ্পা ও আরআরআর নিয়ে মন্তব্য করে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। বিশ্বকাপে ব্যস্ত বিরাট কোহলি। এর মধ্যেই জোর গুঞ্জন তাঁর স্ত্রী প্রযোজক ও নায়িকা অনুষ্কা শর্মা দ্বিতীয়বার মা হতে চলেছেন।