AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মন খারাপ সোনু ভক্তদের, কার্তিকের পাশে তাঁকে কেউ দেখতেই পেল না?

মন খারাপ সোনু ভক্তদের, কার্তিকের পাশে তাঁকে কেউ দেখতেই পেল না?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 10, 2024 | 11:00 PM

Share

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি 'ভুলভুলাইয়া ৩'র গান মুক্তির দিন আয়োজিত এক অনুষ্ঠানের। মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন কার্তিক ও সোনু নিগম। আচমকাই তাঁদের দিকে ছুটে যান একঝাঁক শিশু। এদের মধ্যে হাতেগোনা কয়েকজন সোনুর পা ছুঁয়ে প্রণাম করলেও সকলেই ব্যস্ত হয়ে পড়ে কার্তিককে নিয়ে। গায়ককে কার্যত ধাক্কা দিয়ে ছুটে চলে যায় এই প্রজন্মের হার্টথ্রবের কাছে।

কার্তিকের জন্য সোনুকে ‘ইগনোর’!
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ‘ভুলভুলাইয়া ৩’র গান মুক্তির দিন আয়োজিত এক অনুষ্ঠানের। মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন কার্তিক ও সোনু নিগম। আচমকাই তাঁদের দিকে ছুটে যান একঝাঁক শিশু। এদের মধ্যে হাতেগোনা কয়েকজন সোনুর পা ছুঁয়ে প্রণাম করলেও সকলেই ব্যস্ত হয়ে পড়ে কার্তিককে নিয়ে। গায়ককে কার্যত ধাক্কা দিয়ে ছুটে চলে যায় এই প্রজন্মের হার্টথ্রবের কাছে।

সুখবর দিলেন দেব
অবশেষে ‘রাজার রাজা’ হয়ে হাজির হলেন সুপারস্টার ‘দেব’। শনিবারই ‘খাদান’-এর পরিচালক সুজিত দত্ত জানিয়েছিলেন, ‘রাজার রাজা -র সাথে দেখা হতে আর মাত্র ১২ ঘণ্টার অপেক্ষা..’। জিগ্গেস করেছিলেন ‘Excited তো?’ সেই মতোই নির্দিষ্ট সময় মাফিক হাজির টলিপাড়ার ‘রাজার রাজা’। মুক্তি পেল ‘খাদান’-এর প্রথম গানের টিজার।

পদাতিক-এর মুকুটে নয়া পালক
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’-এর মুকুটে এবার নয়া পালক, আর সেটাও এবার আন্তর্জাতিক মঞ্চে। ৬১ তম এশিয়া প্যাসিফিক ফিল্ম ফেস্টিভ্যাল (APFF61) এর জন্য নির্বাচিত হয়েছে এই ছবি৷ এই সম্মানিত আন্তর্জাতিক সিনেমা ইভেন্টটি ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে।

মনখারাপ ইন্দ্রাণীর
মনখারাপ ইন্দ্রাণী হালদারের। রবিবারের সকাল তাঁকে ফিরিয়ে নিয়ে গিয়েছে অতীতে। নিজেকে প্রকাশ করতে সমাজমাধ্যমকে বেছে নিয়েছেন অভিনেত্রী। সেখানে তিনি মেলে ধরেছেন নিজেকে। জানিয়েছেন, পাঁচ বছর আগে আজকের দিনে, অর্থাৎ ১০ নভেম্বর তিনি হারিয়ে ফেলেছেন তাঁর একমাত্র ভাই ইন্দ্রনীল হালদারকে।

কী বললেন আমির?

রাজকুমার সন্তোষী পরিচালিত আন্দাজ আপনা আপনা ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন সলমন খান, আমির খান। কিন্তু যখন মুক্তি পেয়েছিল বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি ছবিটি। এই প্রসঙ্গে আমির খানের মত, তখন আমার মনে হয়েছিল কেন ভাই? কোথায় গণ্ডগোল হল? আসলে কেউ জানতেই পারেনি তখন যে ছবিটি মুক্তি পেয়েছে।

প্রয়াত দিল্লি গণেশ
তামিল সিনেমায় দাপিয়ে কাজ করেছেন তিনি। কাজ করেছেন ৪০০ এর বেশি ছবিতে। রবিবার ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন চেন্নাই এক্সপ্রেস খ্যাত অভিনেতা দিল্লি গণেশ। বিগত বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দিল্লি গণেশ।

অমৃতার সেলিব্রেশন
১৯৯৯ সালে একটি ক্রিমের বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে নিজের কর্মজীবন শুরু করেছিলেন অভিনেত্রী অমৃতা রাও। একের পর এক সিনেমায় অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২৫ বছর কাজ করার আনন্দে গত শনিবার কেক কেটে দিনটি উদযাপন করলেন অভিনেত্রী।

মুখ খুললেন ‘বাবা’ বরুণ
বাবা হয়েছেন বরুণ ধওয়ান, মেয়ের বাবা। অভিনেতা এখন পদে পদে বুঝছেন, তাঁর দায়িত্ব কতটা বেড়েছে। সেই উপলব্ধি থেকেই সম্প্রতি সাংবাদিকদের কাছে ‘অভিনেতা’ বরুণ নন, মুখ খুলেছেন ‘বাবা’ বরুণ। মেয়েকে নিয়ে তাঁর বক্তব্য, “কেউ যদি লারার সামান্যতমও ক্ষতি করে তাকে হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধা করব না।”

ফিরছে শক্তিমান
৯০ এর দশকের বাচ্চা মানেই শক্তিমান প্রথম সুপারহিরো। ভারতের প্রথম সুপারহিরো। সম্প্রতি জানা গিয়েছিল সুপারহিরো বড় পর্দায় আসবে। ইনস্টাগ্রামে রবিবার মুকেশ খান্না নিজেই এই সুখবর ভাগ করেছেন। জানিয়েছেন ছোট পর্দায় ফিরছে শক্তিমান। আর সেই খবর ঘোষণা করে তিনি লেখেন, ‘এবার সময় হয়েছে তাঁর ফেরার।’