Jio Bharat Phone’s Features: জিও ভারত ফোনে আছে কোন ফিচার?
দেশকে ডিজিটাল স্বাধীনতা দেবার জন্য এসেছে এই ফোন বলছে জিও। দেখে নিন ফোনটির ফিচার। আছে উচ্চমানের এইচ ডি ভয়েস কলিং। ফোনটিতে লাগানো যাবে ১২৮ জিবি এসডি কার্ড। ক্যামেরা ০.৩ মেগা পিক্সেলের। ব্যাটারি ১০০০ mAh এর। ফোনটিতে আছে ৪.৫ সেমির টিএফটি স্ক্রিন
২জি মুক্ত ভারতে জিও ভারত। দেশে এল জিও ভারত। দেশকে ২জি মুক্ত করার লক্ষ্যে এল এই ফোন। রিলায়্যান্স জিওর এই ফোনের দাম ৯৯৯ টাকা। দেশকে ডিজিটাল স্বাধীনতা দেবার জন্য এসেছে এই ফোন বলছে জিও। দেখে নিন ফোনটির ফিচার। আছে উচ্চমানের এইচ ডি ভয়েস কলিং। ফোনটিতে লাগানো যাবে ১২৮ জিবি এসডি কার্ড। ক্যামেরা ০.৩ মেগা পিক্সেলের। ব্যাটারি ১০০০ mAh এর। ফোনটিতে আছে ৪.৫ সেমির টিএফটি স্ক্রিন । আছে টর্চ। রয়েছে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং লাউডস্পিকার। ফোনটি লাল ও নীল ২টি রঙে পাওয়া যাচ্ছে। জিও ভারত স্মার্ট ফিচার ফোন। কার্বন ও রিলায়েন্স জিওর টাইআপে এই ফোন। দুটি রিচার্জ প্ল্যান আছে এই ফোনের। ১২৩ টাকার আর ১২৩৪ টাকার। দুটি প্ল্যানেই আছে আনলিমিটেড ভয়েস কলিং। ১২৩ রিচার্জে আছে ১৪জিবি ডেটা। ১২৩৪ রিচার্জে আছে ১৬৮ জিবি ডেটা।
Published on: Jul 07, 2023 01:37 PM