Bank Share Price Fall: ৫২০ পয়েন্ট বাড়ল নিফটি ব্যাঙ্ক, পড়েছে ২ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ারের দামও!
Nifty Bank: আজ ৫২০ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ২২২ পয়েন্ট বেড়েছে নিফটি সিলেক্ট। ৭১৫ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০ ও ৮২৩ পয়েন্ট বেড়েছে নিফটি মিডক্যাপ ১০০।
নয়া অর্থবর্ষের দ্বিতীয় দিনে কিছুটা আশার আলো দেখাল ভারতের শেয়ার বাজার। ১৬৬ পয়েন্ট উঠল ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। অন্যদিকে, ৫৯২ পয়েন্ট উঠল আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।
আজ বেড়েছে একাধিক সূচক। ৫২০ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ২২২ পয়েন্ট বেড়েছে নিফটি সিলেক্ট। ৭১৫ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০ ও ৮২৩ পয়েন্ট বেড়েছে নিফটি মিডক্যাপ ১০০।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
Published on: Apr 02, 2025 09:01 PM