বিজেপিতে তাঁর ‘বস’ কে? নামটা বলেই দিলেন মোদী

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 20, 2026 | 7:52 PM

বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে মঙ্গলবার দায়িত্ব নিয়েছেন নিতিন নবীন। আর বছর পঁয়তাল্লিশের বিজেপির সর্বভারতীয় সভাপতিকে নিজের 'বস' বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে নিতিন নবীনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদী। সেখানে তিনি বলেন, "নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। ৫০ বছরের কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই সব একটা জায়গায় আছে। কিন্তু এর থেকেও বড় পরিচয় হল আমি বিজেপির একজন কার্যকর্তা। দলের ক্ষেত্রে আমি কার্যকর্তা, আর নিতিন নবীন আমার বস।" একইসঙ্গে তিনি বলেন, নিতিন নবীন সেই প্রজন্মের মানুষ, যিনি ছেলেবেলায় রেডিও দেখেছেন, আর বর্তমানে এআই ব্যবহার করছেন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে মঙ্গলবার দায়িত্ব নিয়েছেন নিতিন নবীন। আর বছর পঁয়তাল্লিশের বিজেপির সর্বভারতীয় সভাপতিকে নিজের ‘বস’ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে নিতিন নবীনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদী। সেখানে তিনি বলেন, “নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। ৫০ বছরের কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই সব একটা জায়গায় আছে। কিন্তু এর থেকেও বড় পরিচয় হল আমি বিজেপির একজন কার্যকর্তা। দলের ক্ষেত্রে আমি কার্যকর্তা, আর নিতিন নবীন আমার বস।” একইসঙ্গে তিনি বলেন, নিতিন নবীন সেই প্রজন্মের মানুষ, যিনি ছেলেবেলায় রেডিও দেখেছেন, আর বর্তমানে এআই ব্যবহার করছেন।