Koustav Bagachi Warning: কৌস্তভের হুঁশিয়ারি!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 21, 2023 | 3:12 PM

“তৃনমূলের সাথে কংগ্রেসের কোনোভাবেই জোট হতে দেব না” । “বাংলার মানুষের স্বার্থে কথা বলার জন্য দল থেকে তাড়িয়ে দিলেও পরোয়া করিনা” – বাঁকুড়ার সারেঙ্গায় কর্মী সম্মেলনে হাজির হয়ে বললেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

“আমি প্রতিজ্ঞা করেছি যতদিন পর্যন্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে পারছি ততদিন আমি আমার মাথায় চুল গজাতে দেব না । এরকম অনেক সুযোগসন্ধানী লোকজন রয়েছে যারা নিজেদের স্বার্থে অথবা বৃহত্তর স্বার্থের কথা বলে তৃনমূলের সব পাপ নজরআন্দাজ করে দিয়ে বলবে চলো আমরা একসাথে চলি । তাঁদের জন্য আমি কৌস্তভ বাগচী এ রাজ্যের প্রতিটি কংগ্রেস কর্মী ও মৃত কংগ্রেস কর্মীদের আত্মার দিব্যি করে বলছি তৃনমূলের সাথে কংগ্রেসের জোট হতে দেব না” । রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার সারেঙ্গায় রাজীব গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে কংগ্রেসের আয়োজিত একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে নিজের দলের জোট অবস্থানের বিরোধীতা করতে দেখা গেল কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে । এদিনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কৌস্তভ বাগচী বলেন, “বৃহত্তর রাজনীতির স্বার্থে দিল্লির নেতৃত্বের মনে হতে পারে একটি বৃহত্তর জোটের প্রয়োজন । কিন্তু আমি দ্ব্যার্থহীন ও দৃপ্ত কন্ঠে বলছি আমরা দিল্লির কথা মাথা পেতে নিতে রাজী । কিন্তু কোনো চোরেদের আমরা সহ্য করতে রাজী নই । বাংলার মানুষের স্বার্থে কথা বলার জন্য আমাকে যদি দল থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলেও আমি পরোয়া করিনা । আমি এ রাজ্যের মানুষের হয়ে কথা বলব । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতায় কথা বলব” ।