Durga Pujo 2023: সাজতে গিয়ে বেধড়ক মার খান সম্পূর্ণা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 20, 2023 | 7:11 PM

Sampurna Lahiri: মায়ের নতুন লিপস্টিক সারা মুখে মেখে সাজতে চান খুদে সম্পূর্ণা লাহিড়ী। মায়ের হাতে ধরা পড়ে বেধড়ক মার খান। ভালবাসাও কম পাননি। বাবা মা ছাড়াও বন্ধুদের কাছ থেকে ফি বছর পেয়েছেন পুজোর উপহার।

টিভি নাইন বাংলা আবাসনের সেরা পুজোর বিচারক অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। ছোটবেলায় দুর্গা পুজোয় একসময়ে উপহার পেতেন ৩০টা জামা। পুজোয় বাবা মায়ের সঙ্গে ঘোরা, ঠাকুর দেখা আর নতুন জামা সম্পূর্ণা লাহিড়ীর নস্টালজিয়া। অভিনেত্রী তাঁর শৈশবে একবার খবু বায়না ধরেন তৎকালীন একটি জনপ্রিয় টেলিভিশন শোয়ের সুপারহিরোর মতো পোশাক কেনার। শেষ পর্যন্ত অবশ্য তা আর পাননি তিনি। তা নিয়ে আক্ষেপ আজও বর্তমান। একবার সাজতে গিয়ে তুমুল মার খেয়েছিলেন সম্পূর্ণা লাহিড়ী। কী হয়েছিল সেই ঘটনা?

মায়ের নতুন লিপস্টিক সারা মুখে মেখে সাজতে চান খুদে সম্পূর্ণা লাহিড়ী। মায়ের হাতে ধরা পড়ে বেধড়ক মার খান। ভালবাসাও কম পাননি। বাবা মা ছাড়াও বন্ধুদের কাছ থেকে ফি বছর পেয়েছেন পুজোর উপহার। উপহারের মধ্যে শাড়িই বেশি। সিল্ক, বেনারসি আর জামদানি সম্পূর্ণা লাহিড়ীর প্রিয়। এছাড়াও পরতে ভালবাসেন দক্ষিণ ভারতীয় শাড়ি। শর্ত একটাই শাড়ির নকসা হতে হবে মিনিমাল। সম্পূর্ণা বলছেন ‘শাড়ি তো আসলে বৃহত্তর ভারতীয় ভূগোলকেই দেখায়! যে ভূগোলে দুর্গা উৎসব না দেখলেই নয়। আর তাঁর জন্য হালকা মেক আপ, চোখে অল্প কাজল স্মাজ করা আর একটা ছোট্ট টিপ।