Kasba: উপুড় হয়ে শোয়ানো দেহ, পায়ে বাঁধা তোয়ালে, ভয়ঙ্কর ঘটনা
গতকাল অর্থাৎ শনিবার কসবার হোটেল থেকে দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম আদর্শ লোসালকা। বছর তেত্রিশের ওই যুবকের বাড়ি বীরভূমের দুবরাজপুরে। ওই যুবককে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
কসবাকাণ্ডের তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা। আর ঘটনার তদন্তে নামতেই পরতে-পরতে উঠে এসেছে রহস্য। জানা যাচ্ছে, অনলাইনে বুক করা হয়েছিল দু’টি রুম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কসবার হোটেলের ঘরে মৃতের পা বাঁধা অবস্থায় ছিল তোয়ালে দিয়ে। খুনের পর দেহ সরানো হয়েছিল বলে অনুমান পুলিশের। গতকাল অর্থাৎ শনিবার কসবার হোটেল থেকে দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম আদর্শ লোসালকা। বছর তেত্রিশের ওই যুবকের বাড়ি বীরভূমের দুবরাজপুরে। ওই যুবককে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
