Voter List: যেদিকে দেখছেন শুধুই রয়েছেন মায়ারানি, কিউ আর কোড স্ক্যান করতেই শক খেলেন BLO
মায়ারানিImage Credit source: Tv9 Bangla

Voter List: যেদিকে দেখছেন শুধুই রয়েছেন মায়ারানি, কিউ আর কোড স্ক্যান করতেই ‘শক’ খেলেন BLO

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 24, 2025 | 4:14 PM

Kolkata: এনুমারেশন ফর্মের কিউ আর কোড স্ক্যান করতেই বিএলও অবাক। কারণ, তিনি দেখেন ৪৪টি জায়গার ভোটার লিস্টে পাণ্ডবেশ্বরের মায়ারখানি জ্বলজ্বল করছে। এখানেই বিজেপির অভিযোগ রাজ্যজুড়ে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস।

একই মহিলার ছবি ৪৪ জায়গার ভোটার লিস্টে। বাকি সব এক। শুধু পদবী বদল হয়েছে বিভিন্ন জায়গায়। পাণ্ডবেশ্বরের বিধানসভার বাসিন্দা মায়ারখানি গোস্বামী। পরিচারিকার কাজ করেন বিভিন্ন জায়গায়। ৪৭ নম্বর বুথের ভোটার তিনি। এনুমারেশন ফর্মের কিউ আর কোড স্ক্যান করতেই বিএলও অবাক। কারণ, তিনি দেখেন ৪৪টি জায়গার ভোটার লিস্টে পাণ্ডবেশ্বরের মায়ারখানি জ্বলজ্বল করছে। এখানেই বিজেপির অভিযোগ রাজ্যজুড়ে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা একই অভিযোগে বিজেপি-কে নিশানা করছে তৃণমূল।

Published on: Nov 24, 2025 04:14 PM