Suvendu Adhikari: বদল হবে, বদলাও হবে: শুভেন্দু

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 10, 2025 | 12:22 PM

Suvendu Adhikari: বিরোধী দলনেতা বলেন, "বদল আনতে হবে। হিসাব আমরা নেব। বদল হবেই। বদলাও হবে কিন্তু আমি বলে দিতে পারি। এরা লাভ জিহাদ, রেশন জিহাদ, ধর্ম জিহাদ করে তৃণমূল এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ ২ করতে চায়। এই রাজ্যকে আমরা বাংলাদেশ বানাতে দেব না।" তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর শিল্প বন্ধ হয়ে গেছে।

ছাব্বিশে ফের তৃণমূল ক্ষমতায় এলে হিন্দু বিতাড়ন সম্পূর্ণ হবে। বর্ধমানের সভা থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তোলার ডাক বিরোধী দলনেতার। বদলা চাইলে বদল আনতে হবে হুঙ্কার শুভেন্দুর। বিরোধী দলনেতা বলেন, “বদল আনতে হবে। হিসাব আমরা নেব। বদল হবেই। বদলাও হবে কিন্তু আমি বলে দিতে পারি। এরা লাভ জিহাদ, রেশন জিহাদ, ধর্ম জিহাদ করে তৃণমূল এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ ২ করতে চায়। এই রাজ্যকে আমরা বাংলাদেশ বানাতে দেব না।” তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর শিল্প বন্ধ হয়ে গেছে।

Published on: Nov 10, 2025 12:22 PM