Suvendu Adhikari: অস্বীকার করব না, CPM আমলে এইভাবে সরকারি আধিকারিদের দলবাজি করতে প্রশ্রয় দেওয়া হয়নি: শুভেন্দু
কী বলছেন শুভেন্দু? Image Credit source: TV 9 Bangla

Suvendu Adhikari: অস্বীকার করব না, CPM আমলে এইভাবে সরকারি আধিকারিদের দলবাজি করতে প্রশ্রয় দেওয়া হয়নি: শুভেন্দু

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 22, 2025 | 9:27 PM

শুভেন্দু বলেন, ""এই জেলাতে তৃণমূল রাজনীতিকে ব্যবসাতে পরিণত করেছে। এই জেলায় সাম্প্রদায়িক রাজনীতিরবিজ বপন করেছে। সিপিএমকে হঠাতে আমি কিছুটা হলেও ভূমিকা নিয়েছিলাম নন্দীগ্রাম-জঙ্গলমহলে আপনার জানেন। অস্বীকার করতে পারব না যে ওই সময় পুলিশ-বিডিও-ডিএম-সরকারি আধিকারিকরা দলবাজি করেনি। আর তাঁদের প্রশ্রয়ও দেওয়া হয়নি সেই সময়। কিন্তু এখন তৃণমূল এই জেলাতে এই রাজনীতি করছে। এই জেলাতে সব থেকে বেশি দরিদ্র মানুষ আছেন, বেকার রয়েছেন।"

মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে পদযাত্রা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মুর্শিদাবাদের সভা থেকে তিনি বলেন, “এই জেলাতে তৃণমূল রাজনীতিকে ব্যবসাতে পরিণত করেছে। এই জেলায় সাম্প্রদায়িক রাজনীতিরবিজ বপন করেছে। সিপিএমকে হঠাতে আমি কিছুটা হলেও ভূমিকা নিয়েছিলাম নন্দীগ্রাম-জঙ্গলমহলে আপনার জানেন। অস্বীকার করতে পারব না যে ওই সময় পুলিশ-বিডিও-ডিএম-সরকারি আধিকারিকরা দলবাজি করেনি। আর তাঁদের প্রশ্রয়ও দেওয়া হয়নি সেই সময়। কিন্তু এখন তৃণমূল এই জেলাতে এই রাজনীতি করছে। এই জেলাতে সব থেকে বেশি দরিদ্র মানুষ আছেন, বেকার রয়েছেন।”