Shuvendu Adhikari: দেশের প্রশ্নে আমাদের কোন‌ও কম্প্রোমাইজ নেই: শুভেন্দু

| Edited By: সোমনাথ মিত্র

Jun 10, 2025 | 9:25 PM

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্যের জেরে ফের উত্তেজনা বিধানসভায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার শাসকদলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন স্বাধিকার ভঙ্গ সংক্রান্ত প্রস্তাব জমা দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। তৃণমূলের অভিযোগ, বিধানসভার বাইরে শুভেন্দু মুখ্যমন্ত্রীকে নিয়ে বলেন, তিনি “পাকিস্তানের হয়ে কথা […]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্যের জেরে ফের উত্তেজনা বিধানসভায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার শাসকদলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন স্বাধিকার ভঙ্গ সংক্রান্ত প্রস্তাব জমা দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে।

তৃণমূলের অভিযোগ, বিধানসভার বাইরে শুভেন্দু মুখ্যমন্ত্রীকে নিয়ে বলেন, তিনি “পাকিস্তানের হয়ে কথা বলেন”। যা বিধানসভা রীতিনীতির পরিপন্থী এবং মুখ্যমন্ত্রীর প্রতি অবমাননাকর বলেই দাবি শাসক দলের।

এই বিষয়ে আগামীকাল স্পিকারের মত জানানো হবে বলে জানিয়েছেন তিনি নিজেই। পাশাপাশি শুভেন্দুর মন্তব্যকে ‘অনভিপ্রেত’ বলেও অভিহিত করেছেন স্পিকার।

জবাবে শুভেন্দু অধিকারী জানান, “দেশের প্রশ্নে আমাদের কোনও কম্প্রোমাইজ নেই।” আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো