Panchayat Election in Furfura: ফুরফুরা পঞ্চায়েতে জোটবদ্ধ আইএসএফ এবং বাম
ফুরফুরা পঞ্চায়েতে জোট বদ্ধ আইএসএফ এবং বাম।ইতি মধ্যেই নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে মনোনয়নও জমা দিয়েছে দুই শিবির। জাঙ্গিপাড়া বিধান সভার শুধু ফুরফুরা নয় আরো দুটি পঞ্চায়েত মুণ্ডুলিকা এবং কোতল পুর পঞ্চায়েতে জোট বদ্ধ হয়েছে আই এস এফ এবং বাম।
ফুরফুরা পঞ্চায়েতে জোট বদ্ধ আইএসএফ এবং বাম।ইতি মধ্যেই নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে মনোনয়নও জমা দিয়েছে দুই শিবির।
জাঙ্গিপাড়া বিধান সভার শুধু ফুরফুরা নয় আরো দুটি পঞ্চায়েত মুণ্ডুলিকা এবং কোতল পুর পঞ্চায়েতে জোট বদ্ধ হয়েছে আই এস এফ এবং বাম।
তবে ফুরফুরা পঞ্চায়েতে বাম আই এস এফের জোট রাজ্য রাজনীতিতে অনেকটা গুরত্ব পূর্ণ কারণ একদিকে ভাঙরের বিধায়ক তথা আই এস এফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই ফুরফুরা শরীফের পীরজাদা অন্যদিকে বাংলার সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করে ফুরফুরা শরীফের অলিখিত নির্দেশ।
অন্যদিকে নওশাদ সিদ্দিকী দিকে দিকে পঞ্চায়েত ভোটে ভাঙর মডেল হবে বলে জানিয়েছেন।তবে কি ফুরফুরা দিয়েই তা শুরু হলো সেটা বোঝা যাবে নির্বাচনের ফল প্রকাশের পর।তবে ফুরফুরায় বাম এবং আই এস এফের জোটের ফলে সাশক শিবির অনেকেই ব্যাকফুটে বলে মনে করছে রাজনৈতিক মহল। ৭৮ সাল থেকে ১৬ সাল পযন্ত বামেদের দখলে ছিল এই পঞ্চায়েত। ১১ সালে রাজ্যে পালা বদলের পর পঞ্চায়েতে নির্বাচন হয় ১৩ সালে আর সেই নির্বাচনে ফুরফুরা পঞ্চায়েতে ক্ষমতা ধরে রাখে বাম শিবির।১৬ সালে বিধান সভা ভোটের পর পঞ্চায়েত দখল করে তৃণমূল।
অন্যদিকে ১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে তৃণমূল। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এই পঞ্চায়েতে ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে। দুরফুরা পঞ্চায়েত তৃণমূলের হাত ছাড়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও বাম এবং আই এস এফের এই জোট কে পাত্তাই দিতে চাইছে না সাশক শিবির।