AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Elections 2023: নদীপথে রওনা ভোটকর্মীদের

শনিবার পঞ্চায়েত ভোট। তার আগে আজিই বুথের পথে রওনা হয়ে গেল বুথকর্মীরা।মূলত সুন্দরবন এলাকা ধীন গোসাবা ব্লকের বিভিন্ন এলাকার পঞ্চায়েত গুলিতে রওনা হন ভোট কর্মী ও পুলিশ কর্মীরা। সুন্দরবনের গোসাবা ব্লকে আছে ৯ টি দ্বীপ।

| Edited By: | Updated on: Jul 07, 2023 | 4:17 PM
Share

শনিবার পঞ্চায়েত ভোট। তার আগে আজিই বুথের পথে রওনা হয়ে গেল বুথকর্মীরা।মূলত সুন্দরবন এলাকা ধীন গোসাবা ব্লকের বিভিন্ন এলাকার পঞ্চায়েত গুলিতে রওনা হন ভোট কর্মী ও পুলিশ কর্মীরা। সুন্দরবনের গোসাবা ব্লকে আছে ৯ টি দ্বীপ। তার মধ্যেই রয়েছে ১৪ টি গ্রাম পঞ্চায়েত।সেখানে রয়েছে ২২৬ টি বুথ। আর এই বুথে ভোট গ্রহণ করবে ১৩৩০ জন ভোট কর্মী।যেহেতু ১৪ গ্রাম পঞ্চায়েতে পুরোটাই নদীবেষ্টিত দ্বীপের মধ্যে অবস্থিত কোথাও পৌঁছাতে গোসোবা ব্লক থেকে সাত থেকে আট ঘন্টা সময় লেগে যায়।আর তাই এই বুথগুলিকে পি মাইনাস টু বুথ ধরা হয়। অর্থাৎ ভোটের দু’দিন আগে পৌঁছাতে হবে ভোট কর্মীদেরকে। সেইমতো বৃহস্পতিবার সকাল থেকেই বিডিও অফিসে ব্যাপক তোড়জোড়।বিভিন্ন এলাকা থেকে ভোট কর্মীর আসতে শুরু করেন বিডিও অফিসে। যেখান থেকে পুলিশ নিয়ে রওনা হয়ে যান বুথের পথে । বিভিন্ন ভোটের সরঞ্জাম অর্থাৎ ব্যালট বক্স এবং ব্যালট পেপার নিয়ে তারা পৌঁছে যান ভোটকেন্দ্রে।