AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Passport: SIR আবহেই বারুইপুরে পাসপোর্ট-রহস্য!

SIR: একদিকে যখন বাংলায় চলছে এসআইআর তখনই পাসপোর্ট উদ্ধারে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে। জানা গিয়েছে, বারুইপুরের খাস মল্লিক নামক জায়গায় একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পাসপোর্ট। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। কেন এক সঙ্গে এত পাসপোর্ট মজুত করে রাখা হয়েছিল, তা নিয়েও তদন্তে রাজ্য পুলিশ।

| Updated on: Jan 02, 2026 | 7:13 PM
Share

বারুইপুরে পাসপোর্ট উদ্ধারে চাঞ্চল্য। একদিকে যখন বাংলায় চলছে এসআইআর তখনই পাসপোর্ট উদ্ধারে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে। জানা গিয়েছে, বারুইপুরের খাস মল্লিক নামক জায়গায় একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পাসপোর্ট। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। কেন এক সঙ্গে এত পাসপোর্ট মজুত করে রাখা হয়েছিল, তা নিয়েও তদন্তে রাজ্য পুলিশ। এর পিছনে অন্য কোনও চক্র জড়িয়ে রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে এই তদন্তও হচ্ছে এ এই পাসপোর্ট আসল নাকি নকল।