Password Hack: পাসওয়ার্ডের প্যাটার্ন দেখেই হ্যাক হয়েছে ৬৫ শতাংশ অ্যাকাউন্ট!
Easy Passwords: ‘কমপ্যারিটেক’ নামের একটি সংস্থা এই পাসওয়ার্ড নিয়ে গবেষণা করেছে। চলতি বছরে বিভিন্ন ক্ষেত্রের যে ২০০ কোটি অ্যাকাউন্টে জালিয়াতি হয়েছে তার পাসওয়ার্ডের উপর সমীক্ষা চালিয়েছে এই সংস্থা। আর তারপরই তারা প্রকাশ করেছে পাসওয়ার্ডের একটি তালিকা।
MDqbwO0v
আচ্ছা আপনার পাসওয়ার্ড কী? মানে শুধু সোশ্যাল মিডিয়া নয়। আপনার বিভিন্ন অ্যাকাউন্ট, ব্যাঙ্ক হোক বা অন্য কোনও অর্থনৈতিক অ্যাকাউন্ট। ‘কমপ্যারিটেক’ নামের একটি সংস্থা এই পাসওয়ার্ড নিয়ে গবেষণা করেছে। চলতি বছরে বিভিন্ন ক্ষেত্রের যে ২০০ কোটি অ্যাকাউন্টে জালিয়াতি হয়েছে তার পাসওয়ার্ডের উপর সমীক্ষা চালিয়েছে এই সংস্থা। আর তারপরই তারা প্রকাশ করেছে পাসওয়ার্ডের একটি তালিকা।
মনে রাখার সুবিধার জন্যই অনেকে নিজের প্রিয়জনের নামের আদ্যক্ষর, ফোন নম্বর বা জন্মতারিখ দিয়ে পাসওয়ার্ড রাখেন। বিশেষজ্ঞরা বলছেন এগুলো অতি সাধারণ পাসওয়ার্ড। যে কোনও মুহূর্তে জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে।
Published on: Nov 18, 2025 01:41 PM
