বিক্রি হয়ে যাচ্ছে Google Chrome! দাম শুনলে মাথায় পড়বে হাত

| Edited By: সোমনাথ মিত্র

Aug 26, 2025 | 5:56 PM

বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম। প্রায় ৩০০ কোটি মানুষ আজ গুগল ক্রোম ব্যবহার করেন। সেই ক্রোমই কি বিক্রি হয়ে যাচ্ছে? প্রশ্নটা উঠেছে এক ভারতীয় উদ্যোক্তার দুঃসাহসী প্রস্তাব ঘিরে। মাত্র ৩১ বছর বয়সে গুগল ক্রোম কেনার অফার দিয়েছেন অরবিন্দ শ্রীনিবাস, জন্ম চেন্নাইতে। আইআইটি মাদ্রাজ থেকে পাশ করে তিনি সানফ্রান্সিসকোতে পাড়ি দেন। ২০২২ সালে প্রতিষ্ঠা করেন […]

বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম। প্রায় ৩০০ কোটি মানুষ আজ গুগল ক্রোম ব্যবহার করেন। সেই ক্রোমই কি বিক্রি হয়ে যাচ্ছে? প্রশ্নটা উঠেছে এক ভারতীয় উদ্যোক্তার দুঃসাহসী প্রস্তাব ঘিরে।

মাত্র ৩১ বছর বয়সে গুগল ক্রোম কেনার অফার দিয়েছেন অরবিন্দ শ্রীনিবাস, জন্ম চেন্নাইতে। আইআইটি মাদ্রাজ থেকে পাশ করে তিনি সানফ্রান্সিসকোতে পাড়ি দেন। ২০২২ সালে প্রতিষ্ঠা করেন নিজের এআই সংস্থা পারপ্লেক্সিটি। মাত্র তিন বছরের মধ্যেই কোম্পানিটির ভ্যালুয়েশন দাঁড়িয়েছে প্রায় ১,৮০০ কোটি ডলার। এনভিডিয়া, অ্যামাজনের মতো সংস্থাই এখানে বিনিয়োগ করেছে। প্রতি মাসে প্রায় ৮০০ কোটি হিট হয় পারপ্লেক্সিটির AI-powered answer engine-এ।

এই অবস্থায় পারপ্লেক্সিটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও শ্রীনিবাস গুগলের সিইও সুন্দর পিচাইকে প্রস্তাব দিয়েছেন, ৩,৪০০ কোটি ডলারে গুগল ক্রোম কিনে নিতে চান তিনি। অর্থাৎ নিজের কোম্পানির ভ্যালুয়েশনের প্রায় দ্বিগুণ অর্থ দিতে প্রস্তুত শ্রীনিবাস।

যদিও গুগল তার জনপ্রিয় ব্রাউজার বিক্রি করবে না, তবে এক তরুণ ভারতীয় উদ্যোক্তার এই সাহসী প্রস্তাবই সাড়া ফেলেছে সিলিকন ভ্যালিতে। ঘটনাচক্রে, গুগল সিইও সুন্দর পিচাই এবং পারপ্লেক্সিটি সিইও অরবিন্দ শ্রীনিবাস, উভয়েই ভারতীয়। ফলে বিশ্বের প্রযুক্তি দুনিয়ায় ভারতীয়দের ক্রমবর্ধমান দাপট নিয়েও নতুন করে গর্ব করছেন অনেকে।