সুপ্রিম কোর্টে গড়াল IndiGo-র জল

| Edited By: Avra Chattopadhyay

Dec 06, 2025 | 11:56 PM

PIL in Supreme Court: উড়ান বিভ্রাটের জন্য কারা দায়ী, সেটাই খতিয়ে দেখতে একটি চার সদস্যের কমিটি তৈরি করেছে ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA)। সুপ্রিম কোর্টেও দায়ের হয়েছে মামলা। বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছে কর্তৃপক্ষ।

নয়াদিল্লি: মূল্য চোকাতে দোষীদের। উড়ান বিভ্রাটের জন্য কারা দায়ী, সেটাই খতিয়ে দেখতে একটি চার সদস্যের কমিটি তৈরি করেছে ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA)। সুপ্রিম কোর্টেও দায়ের হয়েছে মামলা। বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ইন্ডিগো নিয়ে যাতনা কম হয়নি। দিন তিনেক ধরে বাতিল হয়ে চলেছে একের পর এক বিমান। এই সংখ্য়া পেরিয়ে গিয়েছে হাজারের গন্ডিও। এমন ছবিও ফুটে উঠেছে যেখানে দেখা যাচ্ছে, দেশের একের পর এক বিমানবন্দরে ঠায় বসে রয়েছেন যাত্রীরা। ১২ ঘণ্টার উপর চলে গিয়েছে ওয়েটিং টাইম। পরিস্থিতি এতটাই হাতের বাইরে বেরিয়ে যায় যে ক্ষমা চাইতে হয় খোদ ইন্ডিগোকেও।