PM Narendra Modi: ড্রামা নয়, বিরোধীদের ডেলিভার করতে বললেন প্রধানমন্ত্রী মোদী
PM Modi in Parliament: সরাসরি আক্রমণ করে বলেছেন, “ড্রামা করার অনেক জায়গা আছে, সংসদে ড্রামা নয়, ডেলিভার করুন। স্লোগান দেওয়ার জন্য গোটা দেশ ফাঁকা পড়ে আছে, যেখানে হেরে গিয়েছেন, সেখানে বলেছেন। যেখানে হারবেন, সেখানে গিয়েও বলুন।”
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হল। প্রথা মেনেই অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর বক্তব্যে উঠে আসল বিরোধীদের পরাজয় ও হতাশার কথা। এবার কার্যত বিরোধীদের মনোবল বাড়ানোর দায়িত্বই যেন নিয়ে নিলেন প্রধানমন্ত্রী। দিতে চাইলেন টিপস। সংসদে বিরোধীদের নাটক না করার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী। সরাসরি আক্রমণ করে বলেছেন, “ড্রামা করার অনেক জায়গা আছে, সংসদে ড্রামা নয়, ডেলিভার করুন। স্লোগান দেওয়ার জন্য গোটা দেশ ফাঁকা পড়ে আছে, যেখানে হেরে গিয়েছেন, সেখানে বলেছেন। যেখানে হারবেন, সেখানে গিয়েও বলুন।”