‘বন্ধু’ পুতিনের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ নির্মূলের বার্তা মোদীর, নিশানায় পাকিস্তান
সন্ত্রাসবাদ ইস্যুতে ফের একবার নাম না করে পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার 'বন্ধু' ভ্লাদিমির পুতিনকে নিয়ে। ২ দিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে সরব হন মোদী। বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে ভারত-রাশিয়া। পহেলগাঁও হোক বা ক্রোকাস সিটি হল, এই সমস্ত ঘটনার উৎস একটাই। ভারত মনে করে, সন্ত্রাসবাদ মানবতার মূল্যবোধ আঘাত আনে। এর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বজুড়ে একতাই সবচেয়ে বড় শক্তি।" ওয়াকিবহাল মহলের মতে, প্রধানমন্ত্রী মোদীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করলে বিশ্বজুড়ে যে পাকিস্তান ক্রমশ কোণঠাসা হয়ে পড়বে, তা স্পষ্ট।
সন্ত্রাসবাদ ইস্যুতে ফের একবার নাম না করে পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ‘বন্ধু’ ভ্লাদিমির পুতিনকে নিয়ে। ২ দিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে সরব হন মোদী। বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে ভারত-রাশিয়া। পহেলগাঁও হোক বা ক্রোকাস সিটি হল, এই সমস্ত ঘটনার উৎস একটাই। ভারত মনে করে, সন্ত্রাসবাদ মানবতার মূল্যবোধ আঘাত আনে। এর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বজুড়ে একতাই সবচেয়ে বড় শক্তি।” ওয়াকিবহাল মহলের মতে, প্রধানমন্ত্রী মোদীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করলে বিশ্বজুড়ে যে পাকিস্তান ক্রমশ কোণঠাসা হয়ে পড়বে, তা স্পষ্ট।