Nadia News: ধানের জমি পাহারা দিতে গিয়ে ফেরা হল না
আবার চাপড়ায় খুনের ঘটনায় চাঞ্চল্য।এক ব্যক্তিকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার দৈইয়ের বাজার এলাকায়।সীমানগর ফরেস্টের ভিতর থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ।
আবার চাপড়ায় খুনের ঘটনায় চাঞ্চল্য।এক ব্যক্তিকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার দৈইয়ের বাজার এলাকায়।সীমানগর ফরেস্টের ভিতর থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। ওই মৃত ব্যক্তির নাম সাধন বিশ্বাস বয়স 58 বছর।।পরিবারের দাবি, গতকাল রাত্রে মাঠে ধানের জমি পাহারা দিতে গিয়েছিল ওই ব্যক্তি।
সকালে পরিবারের কাছে খবর জঙ্গলের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় তার দেহ পড়ে আছে। তাকে কুপিয়ে খুন করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাপড়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের অভিযোগ তাদের জমির পাশে অপর জমির মালিকের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ সেই ঘটনাকে কেন্দ্র করেই গতকাল রাতে ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে পরিবারের দাবি। তবে কে বা কারা খুন করেছে তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
Published on: Nov 29, 2023 06:37 PM