Murshidabad News: বাবাকে চড় ছেলের, এরপর বাবা…

| Edited By: Tapasi Dutta

Sep 05, 2023 | 5:49 PM

বাবার হাসুয়ার কোপে মৃত্যু হল ছেলের। সোমবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বর্তনাবাদ মাঠপাড়া এলাকায়। মৃত যুবকের নাম রবিউল ইসলাম (26)। ঐ ঘটনায় অভিযুক্ত বাবা আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাবার হাসুয়ার কোপে মৃত্যু হল ছেলের। সোমবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বর্তনাবাদ মাঠপাড়া এলাকায়। মৃত যুবকের নাম রবিউল ইসলাম (26)। ঐ ঘটনায় অভিযুক্ত বাবা আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জানাগেছে, সোমবার বিকেলে ছেলে তার শ্বশুরবাড়ির যাবার জন্য বাইক বের করে ষ্টার্ট করার চেষ্টা করে। কিন্তু কোনোক্রমে স্টার্ট না হওয়ায় বাইক ভাঙ্গচুর চালায়। তখনিই পাশে বসেছিল বাবা আবুল হোসেন। নিষেধ করতে গেলে না শুনে বরং তার বাবাকেই চড় মারে ছেলেতে। তা সহ্য করতে না পেয়ে ছেলের মাথায় হাসুয়ার কোপ মারে। ঘটনায় গুরুতর আহত হয়ে পড়লে চিকিৎসার জন্য তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে শারিরিক অবস্থার অবনতি হলে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থনান্তর করে। সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। তারপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দর্ঘদিন ধরে ছেলের সথে বিবাদ ছিল বাবার। তবে সোমাবের ঘটনা একেবারে তুচ্ছ ঘটনা।