Durgapur Body Recovery: ভাড়া বাড়িতে দেহ উদ্ধার
দুর্গাপুরের ফরিদপুর এলাকার নামো বাউরি পাড়ার একটি বাড়ি থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম ছোটন দুবে, বছর ২৫ এর ছোটন বিহারের সারানপুরের বাসিন্দা।
দুর্গাপুরের ফরিদপুর এলাকার নামো বাউরি পাড়ার একটি বাড়ি থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম ছোটন দুবে, বছর ২৫ এর ছোটন বিহারের সারানপুরের বাসিন্দা। দুর্গাপুরের গান্ধীমোড়ের কাছে বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় বলে ফরিদপুর এলাকার নামো বাউরি পড়াতে তিন দিন আগে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল ছোটন।
বৃহস্পতিবার সকালে দুর্গন্ধ পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়, এরপর বাইরে থেকে বন্ধ ঘরের দরজা ভেঙে পুলিশ ছোটনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুমন কুমার জয়সোয়ালের নেতৃত্ব দুর্গাপুর থানার পুলিশ। ঘটনাস্থলে আসে ৪ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল। তারা ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। স্থানীয়দের অনুমান দু’দিন আগে খুন করা হয়েছে এই যুবককে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।