Fire Crackers Recovery News: দীপাবলির আগে ৪০ কুইন্টাল বাজি বাজেয়াপ্ত!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 30, 2023 | 4:21 PM

দীপাবলি আসতে বাকি রয়েছে তার আগেই সক্রিয়ভাবে অভিযানে নামলো পুলিশ। লক্ষ্মী পুজোর দিন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার পয়াগ গ্রামে এক বাজী ব্যবসায়ীর গোডাউনে হানা দেয় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী । হানা দিয়ে পুলিশ এদিন ১০ কুইন্টালের বেশি আতসবাজী ও বাজী তৈরির মশলা উদ্ধার করে।

দীপাবলি আসতে বাকি রয়েছে তার আগেই সক্রিয়ভাবে অভিযানে নামলো পুলিশ। লক্ষ্মী পুজোর দিন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার পয়াগ গ্রামে এক বাজী ব্যবসায়ীর গোডাউনে হানা দেয় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী । হানা দিয়ে পুলিশ এদিন ১০ কুইন্টালের বেশি আতসবাজী ও বাজী তৈরির মশলা উদ্ধার করে। যার আনুমানিক যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। এই বাজি উদ্ধারের অভিযানে উপস্থিত ছিলেন তমলুকের এসডিপিও শাকিব আহমেদ,ও ছিলেন কোলাঘাট থানার ওসি অনুস্কা মাইতি ।

যদিও এই ঘটনায় কেউ প্রেফতার হয়নি।এই বাজি উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছরিয়েছে। আবার নন্দকুমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ চিন্নার নেতৃত্বে অভিযান চালিয়ে নন্দকুমার থানার খঞ্চি গ্রামে একটি বাড়ি থেকে প্রায় ২০ কুইন্টাল নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয় ও গ্রেপ্তার করা হয় মজুদকারী ব্যক্তিকেও। ” মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ বলেন, এই রকম বেয়ানি বাজি উদ্ধারের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় রেড ও তালাশি চলবে। “অপরদিকে কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহার নেতৃত্বে খেজুরি থানার বাঁশগোড়া বাজারে অভিযান চালিয়ে দুইটি দোকান থেকে প্রায় সাড়ে ৭ কুইন্টাল নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয় ও গ্রেপ্তার করা হয় মজুদকারী দুই ব্যক্তিকেও।