Baranagar: পিসেমশাইয়ের সঙ্গে প্রেম! ক্যামেরার সামনে এই স্ত্রীই বলেছিলেন ‘শাস্তি চাই’
Baranagar: তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন মোড় নিচ্ছে বরানগরের গুলি-কাণ্ড। এবার সামনে এল এক নতুন তথ্য। উঠে আসছে ত্রিকোণ প্রেমের তত্ত্ব। মেটিয়াবুরুজ থেকে গুণ্ডা আনিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। সামনে আসছে এক বাইক আরোহীর নাম। তবে তাঁর জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
দিনে-দুপুরে গুলি করে এক ব্যক্তিকে খুনের চেষ্টা করা হয়েছে বরানগরে। ঘটনার স্ত্রী আহত ব্যক্তির স্ত্রী বলেছিলেন, “ওর তো কোনও শত্রু নেই, তদন্ত করে দেখা হোক, কে এই কাজ করেছে। অপরাধীদের শাস্তি চাই।” কিন্তু পুলিশ অন্য গন্ধ পেয়েছিল।
তদন্তে উঠে এস ত্রিকোণ প্রেমের কথা। পিসেমশাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্ত্রী রেখা মজুমদারের! এমন তথ্যই এসেছে পুলিশের হাতে। আর তাতেই নাকি বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন রেখার স্বামী। তাই গুণ্ডা এনে খুন করানোর চেষ্টা! এমন কাণ্ড শুনে প্রতিবেশীরাও হতবাক।
Published on: Nov 23, 2025 07:08 PM
