ফিটনেস-বিমা সব ফুরিয়েছে কবে! প্রাণের মূল্য চোকাতে হল ফুটফুটে শিশুদের

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 25, 2025 | 9:54 PM

অভিভাবকরা বলছেন, গাড়িটিতে প্রবল শব্দ হচ্ছিল। লক ঠিক মতো খোলা যাচ্ছিল না। পুকুরে ডুবে যাওয়ার পর লকটা যদি খোলা যেত, তাহলেও হয়ত শিশুদের বাঁচানো সম্ভব হত বলে মনে করছেন অভিভাবকরা।

প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিল ওরা। ঠিক সময়ে বাড়ি ফেরার কথা। অপেক্ষায় ছিল বাবা-মায়েরা। কিন্তু ফিরল নিথর দেহ। ক্ষুদে পড়ুয়াদের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। পুকুরের মাঝে পুলকার এমনভাবে পড়ে গেল যে বের করাও সম্ভব হল না ঠিক সময়ে। কিন্তু কেন এভাবে প্রাণের মূল্য চোকাতে হল শিশুদের?

দেখা যাচ্ছে, গাড়িটির বিমার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। ফুরিয়ে গিয়েছে ফিটনেসের মেয়াদও। ওই গাড়ি নিয়ে কীভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত চলছিল, প্রশ্ন উঠেছে। দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ। তাদের দাবি, স্কুলের সঙ্গে গাড়ির কোনও সম্পর্ক নেই। কিন্তু অভিভাবকরা বলছেন অন্য কথা।