Paschim Medinipur: ভেঙে ঝুলছে ছাদ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 26, 2023 | 7:05 PM

Paschim Medinipur: ভেঙে ঝুলছে ছাদ,বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে স্কুল ভবন,বছরের পর বছর কেটে গেলেও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ওই ভবন ভেঙে ফেলা ও নতুন ভবন তৈরির আবেদন জানিয়েও কোনো সাড়া মিলেনি। প্রাথমিক স্কুলের এমন ভগ্নদশার ছবি দেখলে আঁতকে উঠবে যেকেউ,ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাঁশদহ প্রাথমিক বিদ্যালয়ের। দ্রুত ভগ্নপ্রায় স্কুল ভবন ভেঙে নতুন ভবন তৈরির দাবি অভিভাবক থেকে স্কুলের শিক্ষিকাদের।

ভেঙে ঝুলছে ছাদ,বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে স্কুল ভবন,বছরের পর বছর কেটে গেলেও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ওই ভবন ভেঙে ফেলা ও নতুন ভবন তৈরির আবেদন জানিয়েও কোনো সাড়া মিলেনি।পাশেই একটি মাত্র ভবনে বেঞ্চে বসিয়ে তো আবার কিছু পড়ুয়াকে মেঝেতে বসিয়ে গাদাগাদি করে চলছে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির ক্লাস,লাটে উঠছে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পঠনপাঠন।দ্রুত ভগ্নপ্রায় স্কুল ভবন ভেঙে নতুন ভবন তৈরির দাবি অভিভাবক থেকে স্কুলের শিক্ষিকাদের। প্রাথমিক স্কুলের এমন ভগ্নদশার ছবি দেখলে আঁতকে উঠবে যেকেউ,ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাঁশদহ প্রাথমিক বিদ্যালয়ের।আগে সংখ্যাটা বেশি থাকলেও বর্তমানে এই স্কুলে ৩৭ জন ছাত্রছাত্রী,দুজন শিক্ষক-শিক্ষিকা ও একজন প্যারাটিচার,মিডডে মিলের জন্য রয়েছে দুজন রাঁধুনি।জানাযায়,১৯৫৯ সালে স্থাপিত হয় এই বাঁশদহ প্রাথমিক বিদ্যালয়টি,একটি মাত্র ভবনে চলতো পঠনপাঠন।২০০৭ সালে পাশেই তৈরি হয় নতুন একটি স্কুল ভবন,২০১০ সালের পূর্বে পুরানো স্কুল ভবনটিতে ফাটল দেখ দেয় এবং তারপর থেকেই একটু একটু করে বর্তমানে পুরো স্কুল ভবনটি ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।