Prabhas Income In Adipurush: ফ্লপ সত্ত্বেও ১০০ কোটি

| Edited By: Tapasi Dutta

Jul 22, 2023 | 3:24 PM

ফ্লপের পরেও প্রভাসের পারিশ্রমিক ১০০ কোটি। আদিপুরুষ ফ্লপ হলেও পারিশ্রমিক কমেনি প্রভাসের। কেজিএফের নির্মাতা প্রশান্ত নীল পরিচালিত সালারের টিজার মুক্তি পেল। টিজারে নেই প্রভাস। দর্শক হতাশ তাতে । এই ছবিতে ১০০ কোটি পারিশ্রমিক প্রভাসের।

ফ্লপের পরেও প্রভাসের পারিশ্রমিক ১০০ কোটি। আদিপুরুষ ফ্লপ হলেও পারিশ্রমিক কমেনি প্রভাসের। কেজিএফের নির্মাতা প্রশান্ত নীল পরিচালিত সালারের টিজার মুক্তি পেল। টিজারে নেই প্রভাস। দর্শক হতাশ তাতে । এই ছবিতে ১০০ কোটি পারিশ্রমিক প্রভাসের। আদিপুরুষের বিতর্ক, শ্রীরামচন্দ্রের অবতার ভুলে চেনা মেজাজে প্রভাস। সাদাকালো ফার্স্টলুকে প্রভাসের হাতে শানিত অস্ত্র। এর সঙ্গে আরও ২টি দক্ষিণের ছবিতে কাজ করছেন প্রভাস। সেখানেও পারিশ্রমিক ছবি পিছু ১০০ কোটি। ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে সালার। প্রশান্ত নীলের এই ছবি নিয়ে দর্শকদের চরম আগ্রহ। যশের চরিত্রের সঙ্গে প্রভাসের চরিত্র মিলিয়ে দেওয়া হয়েছে সালারে। সালারে আছেন শ্রুতি হাসান। প্রভাসের আগের ছবি আদিপুরুষ নিয়ে বিতর্কের জেরে সংলাপ পর্যন্ত বদলায় সেই ছবির।