Loading video

IPL 2025, Punjab Kings: প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!

Mar 27, 2025 | 6:15 PM

Punjab Kings: অ্যাওয়ে ম্যাচে গুজরাট টাইটান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছে পঞ্জাব কিংস। আর এই ম্যাচ দিয়েই আইপিএলে অভিষেক প্রিয়াংশ আর্যর। দুই আনক্যাপড ওপেনারকে নামায় তারা। তার মধ্যে একজন প্রিয়াংশ।

জেনারেশন বোল্ড। সেই তালিকায় দুর্দান্ত শুরু পঞ্জাব কিংসের তরুণ ওপেনারের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণে অভিযান শুরু করে দিয়েছেন পঞ্জাব কিংসও। অ্যাওয়ে ম্যাচে গুজরাট টাইটান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছে তারা। আর এই ম্যাচ দিয়েই আইপিএলে অভিষেক প্রিয়াংশ আর্যর। দুই আনক্যাপড ওপেনারকে নামায় পঞ্জাব কিংস। তাঁর মধ্যে একজন প্রিয়াংশ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনের আগেই ধামাকা করেছিলেন প্রিয়াংশ। দিল্লির এই ব্যাটার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে উত্তর প্রদেশের বিরিদ্ধে ৪৩ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। আইপিএলে যেন এরকম অনেক ইনিংসের অপেক্ষা।