Cancer Treatment: ক্যানসার সারাচ্ছে ‘প্রোটন বিম থেরাপি’!
যত দিন যাচ্ছে এখন ক্যানসার চিকিৎসায় নিত্য নতুন নানা প্রযুক্তি আসছে। সেরকমই একটি আধুনিক চিকিৎসা ‘প্রোটন বিম থেরাপি করা হচ্ছে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে। সম্প্রতি ১১ বছরের একটি শিশু ব্রেন টিউমার আক্রান্ত ছিল। এই অত্যাধুনিক চিকিৎসায় এখন তার টিউমার গায়েব।
ক্যান্সারের নয়া চিকিৎসা পদ্ধতি ‘প্রোটন বিম থেরাপি’। হচ্ছে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে। ১১ বছরের এক শিশু ব্রেন টিউমারে আক্রান্ত হয়। এই প্রোটন বিম থেরাপির মাধ্যমে সেই শিশু এখন একদম সুস্থ। প্রায় ১ মাস ধরে এই শিশুর চিকিৎসা চলে।কী এই প্রোটন বিম থেরাপি?এটি এক প্রকার রেডিয়েশন ট্রিটমেন্ট। যা টিউমারকে সমূলে উৎপাটন করা হয়।। এই থেরাপিতেই ক্যানসার কোষের বা টিউমারের ডিএনএটাই পুরোপুরি নষ্ট করা হয়। চিকিৎসকমহলের দাবি, ৮০% ক্ষেত্রে ক্যানসারে প্রোটন বিম থেরাপি সফল।সাধারণ রেডিয়েশনে কাজ না হলে সেক্ষেত্রে প্রোটন থেরাপি দারুণ কার্যকরী। প্রস্টেট ক্যানসার থেকে ফুসফুস ক্যানসার-প্রোটন থেরাপি দারুণ কার্যকরী। এই প্রোটন বিম থেরাপি অবশ্য এ দেশের বেশিরভাগ হাসপাতালেই অমিল।কত দ্রুত এই থেরাপি এদেশের বিভিন্ন প্রান্তে থাকা হাসপাতালে চালু করা যায়, তার জন্য শুরু আলোচনার।