AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pujoy Pulse: একহাতে সামলান পুরো কর্পোরেট নেটওয়ার্ক, দেবলীনা সান্যাল যেন সাক্ষাৎ দুর্গা

Pujoy Pulse: TV9 নেটওয়ার্ক, যাদের সারা দেশব্যাপী ১২টি ভাষায় শাখা রয়েছে, সেই সংস্থার কর্মীসংখ্যাও বিপুল। সংবাদমাধ্যমে প্রশাসনিক থেকে সম্পাদকীয়- বিভিন্ন বিভাগের কর্মীরা কাজ করেন। প্রত্যেকের সমস্যাও আলাদা আলাদা। তাঁদের সবার সমস্যা সমাধানে দিন-রাত এক করে কাজ করেন দেবলীনা।

| Updated on: Oct 05, 2025 | 8:55 PM
Share

কলকাতা: ‘ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ’, বাংলায় প্রত্যেক নারীকেই এভাবে বর্ণনা করা হয়ে থাকে। নারী মানেই বাঙালির কাছে সাক্ষাৎ মা দুর্গা। দশ হাত চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু সবার অলক্ষ্যে একসঙ্গে দশ রকমের কাজ সেরে ফেলতে পারে নারীরা। তেমনই এক নাম দেবলীনা সান্যাল মজুমদার।

এবার পুজোয় ‘পালস’ তুলে ধরেছে সেই নারীর কথা, যিনি একা হাতে সামলাচ্ছেন একটি সর্বভারতীয় সংস্থার চিফ হিউম্যান রিসোর্স অফিসারের দায়িত্ব। TV9 নেটওয়ার্ক, যাদের সারা দেশব্যাপী ১২টি ভাষায় শাখা রয়েছে, সেই সংস্থার কর্মীসংখ্যাও বিপুল। সংবাদমাধ্যমে প্রশাসনিক থেকে সম্পাদকীয়- বিভিন্ন বিভাগের কর্মীরা কাজ করেন। প্রত্যেকের সমস্যাও আলাদা আলাদা। তাঁদের সবার সমস্যা সমাধানে দিন-রাত এক করে কাজ করেন দেবলীনা।

শুধু সমস্যা সমাধান নয়, কর্মীদের উন্নয়ন, কাজের পরিবেশ রক্ষা- সব ক্ষেত্রেই সমান গুরুত্ব দেন দেবলীনা। প্রতিদিন যে নেওয়ার্কের সবকটি দফতরে মসৃণভাবে কাজ হয়ে চলেছে, তার পিছনে অনেক বড় অবদান রয়েছে চিফ হিউম্যান রিসোর্স অফিসার দেবলীনার। কর্মীরা কাজ করে চলেছেন নিশ্চিন্তে। তাঁর কথায়, “হিউম্যান রিসোর্স অফিসার হল, সেই অদৃশ্য চালকের মতো, যে ইঞ্জিনটা চালাচ্ছে, কিন্তু কেউ ড্রাইভারকে দেখতে পাচ্ছে না। এটা একটা হাইলি স্ট্র্যাটেজিক ফাংশন। তাই কেউ সিইও হওয়ার আগে, হিউম্যান রিসোর্স হেড হতে হয়।”

তাই ‘পালস’ মনে করছে, এ যেন ‘দেবী’রই রূপ। কর্পোরেটে দশ হাতে সব সামলানো এমন নারীরাই বর্তমানে বাস্তবের ‘দেবী’।