IRCTC Food: সস্তায় বিরিয়ানি দিচ্ছে রেল

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 16, 2023 | 6:20 PM

যাত্রী স্বাচ্ছন্দ্যে এক ধাপ এগোল ভারতীয় রেল। যাত্রীদের অল্প খরচে খাবার দিচ্ছে রেল। অসংরক্ষিত কামরার যাত্রীদের জন্য এই খাবারের ব্যবস্থা করেছে রেল। ২০ ও ৫০ টাকায় খাবার দেবে ভারতীয় রেল। ২০ টাকায় থাকবে ৭টি পুরি, আলুর শুকনো তরকারি ও আচার। ৫০ টাকার মিলে থাকবে রাজমা চাওল,ছোলে ভাটুরে, খিচুড়ি, কুলচা, মসলা দোসা ও পাও ভাজি।

যাত্রী স্বাচ্ছন্দ্যে এক ধাপ এগোল ভারতীয় রেল। যাত্রীদের অল্প খরচে খাবার দিচ্ছে রেল। অসংরক্ষিত কামরার যাত্রীদের জন্য এই খাবারের ব্যবস্থা করেছে রেল। ২০ ও ৫০ টাকায় খাবার দেবে ভারতীয় রেল। ২০ টাকায় থাকবে ৭টি পুরি, আলুর শুকনো তরকারি ও আচার। ৫০ টাকার মিলে থাকবে রাজমা চাওল,ছোলে ভাটুরে, খিচুড়ি, কুলচা, মসলা দোসা ও পাও ভাজি। খাবারের কাউন্টারগুলো প্ল্যাটফর্মের অসংরক্ষিত কামরার সামনে রাখা হবে। সঠিক দামে জলের বোতলও পাওয়া যাবে ওই কাউন্টারে। প্রাথমিকভাবে উত্তর ও দক্ষিণ ভারতীয় খাবার থাকছে। রাতের খাবারের বিকল্প হিসাবে বিরিয়ানি। রেল সূত্রে এমনটাই খবর। প্রাথমিক ভাবে ৫১টি স্টেশনে চালু হবে এই পরিষেবা। তারপর আরও ১৩টি স্টেশনে চালু হবে এই সস্তার খাবার। অর্থনৈতিক ভাবে নিম্ন আয়ের গোষ্ঠীর মানুষদের জন্য এই আয়োজন। আইআরসিটিসির করা নির্দেশ স্টেশনের দোকান ও প্যান্ট্রি কারের ক্যাটারিংকে ১ লিটারের ১৫ টাকার জলই কিনতে হবে। কোনও বিক্রেতা জলের বেশি দাম নিলে যাত্রীরা অভিযোগ জানাতে পারবেন।